খবরচাঁপাইনবাবগঞ্জরাজশাহী

গোমস্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে  পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সামনে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন পাবর্তীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বিতরণকালে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের এডমিন কামাল বারুদ, প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান, কারিগরি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শাখা ব্যবস্থাপক আবুল বাসার, সংরক্ষিত মহিলা সদস্য জুলেখা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী জিন্নাহ । উল্লেখ্য, আন্তর্জাতিক দাতা সংস্থা হেকর্স ইপারের আর্থিক সহায়তায় ও ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে পার্বতীপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক পর্যায়ের পাঁচশ জনকে কম্বল বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *