গোমস্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক দাতা সংস্থা ইপারের আর্থিক সহায়তায় ও ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে কম্বলগুলো তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের এডমিন কমল বারুদ, প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান, ডাসকো ফাউন্ডেশন উপজেলা সমন্বয়কারী জিন্নাহ । বিতরণ অনুষ্ঠানে রহনপুর ইউনিয়নে ৩ শ ৯৪ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক পর্যায়ে শীতার্তদের মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় ।