গোমস্তাপুরে ইসলামি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিউম্যান ওয়েলফেয়ার ইনস্টিটিউট সংগঠনের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে এই উৎসবের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। প্রসাদপুর কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ড. আতিকুর রহমান। কুরআন তেলাওয়াত করেন আব্দুল হাকিম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন অবসরপ্রাপ্ত উপপরিচালক সুলতান আহমেদ, ইসলামি ব্যাংকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুর, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাইনুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, মেসার্স নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলামসহ অন্যরা।
উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ক্বিরাত,আযান, নির্ধারিত বক্তব্য, হামদ-নাত, ইসলামি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। পরবর্তীতে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
Please follow and like us:
error0
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *