গোমস্তাপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রহনপুর কলোনীমোড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও রহনপুর পৌর কাউন্সিলর মহসিন আলী, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, যুবলীগ নেতা মোমিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, রহনপুর পৌর সভাপতি এন্তাজুল হক। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।