গোমস্তাপুরে অদ্ভুত প্রকৃতির শিশু জন্ম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাথার খুলিবিহীন এক শিশু জন্ম হয়েছে। গত সোমবার রাতে রহনপুরস্থ আল মদিনা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। শিশুটি বেচে আছে। শিশুটি দেখতে অনেকে ওই ক্লিনিকে ভিড় জমায়। অদ্ভুত আকৃতির ওই শিশুটি উপজেলার আলিনগর গ্রামের মুরশেদা নামে এক মায়ের গর্ভে ছিলেন।
এ ব্যাপারে ওই ক্লিনিকের সিজারিয়ান চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, সিজারিয়ানের পর মুরশেদা নামে ওই প্রসুতির গর্ভে থেকে মাথা বিহীন ছেলে শিশুর জন্ম দেন। যে শিশুটি জন্ম হয়েছে তাঁকে অ্যানেনকেফালী বলে। এটা জিনগত, ভিটামিন ও অন্যান্য কারণে এ শিশুর জন্ম হয়।
আল মদিনা ক্লিনিকের পরিচালক আমিনুল ইসলাম বলেন,সোমবার রাত সোয়া দশটার দিকে ওই প্রসুতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর মাথা বিহীন এই শিশুর জন্ম দেন। সকালে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে বাড়ি চলে গেছে বলে তিনি জানান।