খবররাজশাহীলীড

গোমস্তাপুরের ম্যানেজিং কমিটির সভায় শিক্ষককে পিটালেন ইউপি চেয়ারম্যান 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ম্যানেজিং কমিটির সভায় শিক্ষক পিটালেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল। গতকাল শনিবার বিকেলে কাশিয়াবাড়ি আলিম মাদ্রাসায় সভা চলাকালীন এ ঘটনা ঘটে। আহত শিক্ষক ওহিদুজ্জামান নিপু ওই প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সভার এক পর্যায়ে চেয়ারম্যান শামিউল আলমের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তাঁকে বেধড়ক মারধর করে দিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎস রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। আহত ওহিদুজ্জামান নিপু ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। তিনি বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মৃত
মাহবুল আলমের ছেলে।
ওই শিক্ষকের আত্মীয় আওরঙ্গজেব বলেন, ওই মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মিটিংসহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল। এক পর্যায়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল ওহিদুজ্জামানের ওপর উত্তেজিত হয়ে তিনিসহ কয়েকজন মারধর শুরু করেন । সেখানে ওহিদুজ্জামান অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা গুরুতর দেখে হাসপাতালের চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। তাঁর অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।
আহত শিক্ষকের স্ত্রী সাবিহা খাতুন বলেন, বিনা কারণে আমার স্বামীকে মারধর করা হয়েছে। অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছে সে। এই মারধরের সুষ্ঠু বিচার চান তিনি। একজন জনপ্রতিনিধি কিভাবে শিক্ষকের গায়ে হাত তুলতে পারে? এ বিষয়ে থানায় মামলা করবেন বলে তিনি জানান।
কাশিয়াবাড়ি আলীম মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শফিকুল ইসলাম সেন্টু সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিক্ষক ওহিদুজ্জামানকে দেখতে যান। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না বলে সটকে পড়েন।
এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শ্যামিউল আলম শ্যামল মুঠো ফোনে বলেন, ওই শিক্ষক প্রথমে তাঁর গলায় হাত দেওয়ার চেষ্টা করে। মোবাইলে চার্জ নেই বলে ফোনটি কেটে দেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *