গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
রাজশাহী প্রতিনিধি :-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ওবাইদুল্লাহ (১৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।
গোলাম রসুল জানান, আমার ছেলে ৮ মে, সকাল সাড়ে ১০ টার দিকে ভারতীয় সীমান্তের নিকট আমার জমির ধান দেখতে ও গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো।
এসময় ভারতীয় সীমান্ত না বুঝতে পেরে প্রায় ১০ ফিট ভেতরে ঢুকে পরে। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে চলে যেতে বললে কাটা ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আসার সময় গুলি করে।
এতে করে তার বাম পায়ের কাঁচায় লেগে গুরুতর আহত হয়। তার সঙ্গে থাকা অপর জন শরিফ বেঁচে যায়।
সে বর্তমানে রামেক হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান। তাকে আজ রাতে অপারেশন করা হবে।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Please follow and like us: