খেজুর রস সংগ্রহ করে বাড়ি ফিরার পথে বাইসাইকেল থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : খেজুর রস সংগ্রহ করে বাড়ি ফিরার পথে বাইসাইকেল থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌর এলাকার পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
জানা যায়, বাঘা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কলিগ্রামের মৃত আব্দুল মজিত প্রানিকের ছেলে লাভলু প্রামানিক (৩২) বুধবার ভোর রাতে পাকুড়িয়ার চর এলাকায় মাঠে বাইসাইকেল নিয়ে খেজুর রস সংগ্রহ করে বাড়ি ফিরার পথে সকাল সাড়ে ৬ টার দিকে পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হটাৎ অসুস্থ হয়ে বাইসাইকেল থেকে পড়ে যায়।
সঙ্গে সঙ্গে তাকে এলাকার লোকজন উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র ভর্তি করেন। চিকিৎসারত অস্থায় সকাল সাড় ৭ টার তার মৃত্যু হয়েছে বলে কর্মরর্ত ডাক্তার রাকিব আহম্মেদ নিশ্চিত করেন। লাভলু প্রামানিকের বড় ভাই মাইনুল ইসলাম জœানান, লাভলু পাকুড়িয়ার চরে মাঠে প্রতিদিন খেজুর গাছে রস সংগ্রহ জন্য গাছ লাগান। এই রস বুধবার ভোর রাতে সংগ্রহ করে বাড়ি ফিরার পথে সে পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসুস্থ হয়ে বাইসাইকেল থেকে পড়ে যায়। দুপুর ২ টায় পাকুড়িয়া গোরস্থানে লাভলুকে দাফন করা হয়।