খিলগাঁওয়ে ২৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
গ্রেফতারকৃতরা হলো মোঃ শিপন মিয়া ও মোঃ লাল মিয়া ওরফে লালন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, বুধবার (৪ জানুয়ারি ২০২৩ খ্রি.) দুপুর ১:৪০টায় খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।