কবীর হোসেনের মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যানের শোক
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিবিদ এবং সাবেক এমপি ও প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কবীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বুধবার (৩ মে) এক শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা কবীর হোসেন‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শোক বিবৃতিতে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।