অপরাধখবররাজনীতি

ওয়ারীতে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান ডিএমপি নিউজকে জানান, এক মাদক কারবারি ওয়ারী থানার হানিফ ফ্লাইওভারে দক্ষিণ পাশে রাস্তার উপর মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে সোমবার (২৬ ডিসেম্বর ২০২২ খ্রি.) দুপর ২:৫৫টায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাকিবকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

একই দিনে অপর এক অভিযানে দুপর ৩:১০টায় কাপ্তান বাজার এলাকা থেকে আক্তারুজ্জামান ও লিটনকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের ওয়ারী থানার রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *