উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিব ইনশাল্লাহ গোমস্তাপুরের জনসভায়… চিত্রনায়িকা মাহিয়া মাহি
গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক চিত্র নায়িকা মাহিয়া মাহি সরকার বলেন আজকে সবাই উপস্থিত হয়েছি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। ফেব্রুয়ারী ১তারিখ সবাই মিলে ভোট দিব। জিয়াউর রহমানকে ভোট দিব, নৌকাকে জয়যুক্ত করব । চাঁপাইনবাবগঞ্জ -২ আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব ইনশাল্লাহ । গতকাল বৃহস্পতিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় এ কথা বলেন। গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস এই জনসভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী বিভাগীয়) এসএম কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ- -২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াশিন আলী শাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামানসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতারা বক্তব্য দেন। জনসভায় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো তুলে উপনির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান হয়। বিএনপি দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর,নাচোল,ভোলাহাট) আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।