উপজেলা প্রেসক্লাবের ইফতার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান রহনপুর স্টেশনে বাজারের একটি রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়। ইফতার পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম। দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি শফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আল-মামুন বিশ্বাস, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়া সংগঠনের সদস্য ইয়াহিয়া খান রুবেল, দেলোয়ার হোসেন রনি, সারওয়ার জাহান সুমন, নুরুজ্জামান, এমরান আলী বাবু, শাহাদাত হোসেন, আজিজুল ইসলাম ও জাকির হোসেন সনি। আলোচনা শেষ ক্লাবের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।