আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঈদ পরবর্তী পূর্ণমিলিনী ও এক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে ঈদ পরবর্তী পূর্ণমিলিনী ও এক মতবিনিময় সভার আয়োজন করেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। গতকাল রোববার বিকাল ৫টায় নগরীর বড়কুঠি মুনলাইট গার্ডেনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাউন্সিলর বাবু তাঁর বক্তব্য গত চার বছরে তিনি তাঁর সফলতা ও ব্যর্থতার কথা তুলে ধরেন এবং আবারো জনগনের সেবার উদ্দে্শ্যে সামনে নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেন। কাউন্সিলন বাবু দাবী করেন, তিনি বিগত চার বছরে সততার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং গরীব-দুঃখির পাশে দাড়িয়ে সাহায্যে সহযোগীতা করেছেন। এছাড়া তিনি ভয়াভহ করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত রোগী-পরিবারকে যথাসাধ্য সাহায্য সহযোগীতা চিকিৎসা করান এবং মৃত ব্যক্তিদের স্বজনদের সংগে থেকে দাফন-কাফন সম্পূর্ন করেন। পরিশেষে তিনি রাজশাহীর উন্নয়নের রূপকার রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামানের ব্যাপক প্রশংসা করেন এবং ওয়ার্ডের সুধি সমাজের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
এ সময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি বগের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, ড্রাগ সমিতির সাবেক সভাপতি জিয়াউল হক বুলু, নাটোর নবাবসিরাজুদ্দৌলা কলেজের সাবেক অধ্যক্ষ নিমাই সরকার, মহানগর কলেজের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন. বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহম্মেদ, ব্যবসায়ী সূধী নাগরিক সুকুমার প্রামাণিক, ডাঃ বুলবুল হাসান, আওয়ামী লীগ নেতা নফিকুল ইসলাম সেল্টু, প্রমুখ। বক্তব্য
বক্তারা বলেন, রাজশাহী মগানগরীর প্রাণকেন্দ্র ১২ নং ওয়ার্ড কাউন্সিলর বাবু একজন সফল কাউন্সিলর। তাঁর আচার-ব্যবহার ও যোগ্যতায় কোন কমতি নেই। তিনি সব সময় মানুষের দুঃসময়ে পাশে দাড়িয়েছেন এবং সাহায়্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর বিষয়ে কখনোই কোন দূর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। তিনি সব সময় সততার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন এবং ওয়ার্ডবাসীর মন জয় করেছেন। এ সময় বক্তারা বাবুর বেশ কিছু সফলতার কথা উল্লেখ করে তাঁর প্রশংসা করেন। তিনি সামনে নির্বাচনে আবারো ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়ে ওয়ার্ডের উন্নয়ন সাধন করবেন বলে আশা ব্যক্ত করেন।