অর্থনীতিখবরচাঁপাইনবাবগঞ্জলীড

আম রপ্তানিতে আরো ভালো করা সম্ভব– কৃষি মন্ত্রী 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: কৃষি মন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক বলেছেন, আমের বাণিজ্যিক উৎপাদন দ্রুত বৃদ্ধি পেয়েছে এখন সরকার আমের রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে।
তিনি বলেন, সরকার আমের উৎপাদন  বাড়াতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের বিজ্ঞানীরা অনেক উন্নত জাতের আম ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এখন সরকার আমের রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করেছে।
এ লক্ষ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সহ আম উৎপাদন এলাকায় ৪ টি ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে আমের সংরক্ষণকাল বৃদ্ধি পাবে, রপ্তানি সহজতর হবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
এ উপলক্ষে ১৩ জুলাই বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়া গ্রামে ফার্মিএগ্রো ফার্ম রফিকুল ইসলামের আম বাগানে আম চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান, কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ সদরের স্থানীয় সাংসদসদ আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
কৃষি মন্ত্রী আরো বলেন, আম চাষী ও উদ্যোক্তাদের মাত্র ৪ শতাংশ সুদের বিশেষ ঋণ ও আমবাগান করতে বিনামূল্যে উন্নত জাতের চারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এছাড়া যেসব বাগানে আমের ফলন কম সেসব পুরাতন বাগান কেটে নতুন বাগান করতে চাইলে বিনামূল্যে উন্নত জাতের চারা দেওয়া হবে।
বাংলাদেশের আমকে আমরা ব্যাপকভাবে বিশ্ববাজারে নিয়ে যেতে চাই। এক্ষেত্রে রপ্তানির বাঁধাগুলো চিহ্নিত করে তা নিরলস কাজ চলছে। ইতিমধ্যে নিরাপদ আমের নিশ্চয়তা দিতে ৩ টি ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কাজ চলছে।
উৎপাদন থেকে শিপমেন্ট পর্যন্ত আম নিরাপদ রাখতে উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন শুরু হয়েছে। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেয়ার কাজ চলছে। এর ফলে আগামী বছর আম রপ্তানির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে।
দেশে প্রতিবছর আমের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে আম উৎপাদনে সপ্তম স্থান অধিকার করেছে। কিন্তু বিভিন্ন দেশে আম রপ্তানি হলেও এর পরিমাণ উৎপাদনের তুলনায় অনেক কম।
আম বাংলাদেশের একটি উচ্চ মূল্যের অর্থকারী ফসল আর এর জন্য বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ আমের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে প্রতি বছর আমের উৎপাদন বাড়ছে।
মতবিনিময় সভায় আম চাষী ও উদ্যোক্তারা আম চাষ ও রপ্তানির বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমের সংরক্ষণ, সমস্যা, ভালো ফুড ব্যাগ ও সহজ শর্তে বিশেষ কৃষি ঋণের ব্যবস্থার জন্য দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *