খবরবাণিজ্যরাজশাহীলীড

আম পাড়ার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক প্রথম দিনেই ইতালি ও হংকং গেছে রাজশাহীর বাঘার আম

মোঃ লালন উদ্দীন,বাঘা রাজশাহী : অপরিপক্ক আম পাড়ার কারণে গত কয়েক বছর থেকে বিভিন্ন জাতের আম পাড়ার সময় নির্ধারণ করে দিচ্ছেন জেলা প্রশাসক। বুধবার(৩-মে) একটি মিটিং এর মাধ্যমে চলতি বছর আম পাড়ার নতুন সময় নির্ধারণ করা হয়। এ দিক থেকে চার মে’ বৃহস্পতিবার থেকে গুঠি জাতের আম পাড়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের প্রথম দিনে আমের রাজধানী রাজশাহীর বাঘা উপজেলা থেকে ৪৪০ কেজি আম রপ্তানী করা হয়েছে হংকং ও ইতালিতে।

বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, রাজশাহীকে আমের জন্য বিখ্যাত বলা হলেও আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত জেলার বাঘা উপজেলা। রাজশাহী জেলার নয়টি উপজেলার মধ্যে আট টিতে যে পরিমান আম উৎপাদ হয়, তার চেয়েও বেশি আম উৎপাদন হয় বাঘা উপজেলায়।এ ছাড়াও এখানকার আম অনেক সু-মিষ্ট। এ কারনে রাজশাহীর মানুষ বাঘাকে আমের রাজধানী বলে থাকেন। তিনি বলেন, প্রায় ৮-১০ বছর থেকে এ উপজেলার আম রপ্তানী হচ্ছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে। গত বছর ইতালি, হংকং, নেদার ল্যান্ড, থাইল্যান্ড ও রাশিয়া সহ বেশ কিছু দেশে এ উপজেলার আম রপ্তানী করা হয়।

ঠিক একই ধারাবাহিকতায় এ বছর জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পরদিন বৃহস্পতিবার বাঘার আড়পাড়া এলাকার একটি আম বাগান থেকে আম নামিয়ে প্যাকেজিং করে ঢাকার আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে ৪৪০ কেজি গুঠি(চরুসা)আম রপ্তানী করা হয় ইতালি এবং হংকং-এ। এ ছাড়াও ঢাকার সুনামখ্যাত সুপার শপ ইউনিমার্ট এ যাচ্ছে আরো একশ কেজি আম।

বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম ছানা বলেন, গুটি প্রজাতির আমের এই প্রথম চালান যাচ্ছে হংকং ও ইতালিতে। এটি আগাম জাতের আম। খেতেও খুব ভালো এবং সু-স্বাদু।এ আম স্থানীয় পর্যায় চাহিদা অনেক বেশি। তবে সিজিনের প্রথম দিন ৩০০ কেজি ইতালি এবং ৭০ কেজি পাকা ও ৭০ কেজি কাঁচা আম হংকংয়ে রপ্তানি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আড়পাড়া গ্রামের কৃষক মো: মকুল হোসেন ও জিন্নাত আলীর বাগান কিনে আমের পরিচর্জা করছেন বাঘার লিড ফার্মার শফিকুল ইসলাম ছানা । তিনি উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহকে সাথে করে বৃহস্পতিবার সকালে বাগানে এসে আম পাড়ার শুভ উদ্বোধন করেন। এ উপজেলা থেকে বিদেশে যে সকল আম রপ্তানী করা হয় তার মধ্যে গুঠি, হিমসাগর(খিরসাপাত), ল্যাংড়া ,আম্রপালি ও ফজলি বিশেষ ভাবে উল্লেখ যোগ্য।

বর্তমানে রাজধানী ঢাকা, সিলেট, ভৈরম, নরসিংদি, মংমনসিং ও বরিশাল সহ দেশের অভ্যান তরে যে সকল যায়গায় আম আমদানি করা হয় তার মধ্যে বাঘার আম অন্য যে কোন এলাকার চেয়ে বেশি দামে বিক্রী হয় বলে জানান এ অঞ্চলের ব্যবসায়ীরা। বাঘার আম চাষীরা জানান, মাটি গত কারনে এখানকার আম দেশের অন্য যে কোন এলাকার চেয়ে সু-মিষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *