খবরচাঁপাইনবাবগঞ্জরাজশাহী

আজ রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড উপনির্বাচন, কে হচ্ছেন কাউন্সিলর মাসুম না সাগর

 গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : আজ (১৬ মার্চ) বৃহস্পতিবার রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । নির্বাচন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। একটিমাত্র ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ওই উপনির্বাচন দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তাঁরা হলেন সৈয়দ গোলাম নবী মাসুম ( ব্রিজ) ও শাহ আলম (উটপাখি) প্রতীকে। ভোটযুদ্ধে বিজয়ী হবার প্রত্যাশা দু’জনের। তবে কে হচ্ছেন ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর মাসুম না সাগর তাঁর হিসাবনিকাশ করছেন ভোটাররা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওই ওয়ার্ডের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তার কাছে বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোন প্রার্থী নির্বাচনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ করেন নি। তিনি আরও জানান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অন্যএকজন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। ধূলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে তিন হাজার ২৭৭ জন ভোটার রয়েছে।এরমধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৮৪ জন,নারী ভোটার এক হাজার ৬৯৩ জন। সম্প্রতি ওই ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক মৃত্যুবরণ করায় এই উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক ভাবে উপনির্বাচনে ভোটাররা ভোট দিবেন বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *