আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে বাঘায় যুবলীগের প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত
বাঘা(রাজশাহী) প্রতিনিধি : আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে বাঘা উপজেলা যুবলীগের প্রস্ততি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা যুবলীগের পক্ষ থেকে আড়ানী পৌর এলাকায় এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৪ টায় আড়ানী সরকারী মোনোমহিনী উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ সহসভাপতি মাহামুদ হাসান ফয়সাল, আনোয়ার হোসেন,মানিক হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মাসুম আল রশিদ, আড়ানী পৌর যুবলীগ সভাপতি কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম টুটুল, বাঘা উপজেলা যুবলীগের সদস্য সানোয়ার হোসেন সুরুজ, রিজভী আহমেদ রাজিব প্রমুখ। উপজেলা সকল ইউনিয়ন ও পৌর শাখারসহ সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আবু সালেহ বক্তব্যে বলেন আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে দলীয় সকল নেতা-কর্মীকে আহবান জানান।
আড়ানী সরকারী মোনোমহিনী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ মিছিলটি বের হয়ে আড়ানী পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে যথাস্থানে মিছিল টি শেষ হয়। এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা , পৌর ও ইউনিয়ন এবং ওয়াডের্র সভাপতি সম্পাদক সহ সকল ওয়ার্ডের নেতা-কর্মীরা।